Door43-Catalog_bn_tn/COL/03/01.md

1.9 KiB

ঈশ্বর খ্রীষ্টের সাথে তোমাদের পুনরুত্থিত করেছেন

এই রূপকটি কলসীয় বিশ্বাসীদের সাথে খ্রীষ্টের তুলনা করেছেন| ঈশ্বর যেমন খ্রীষ্টকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন, তেমন তাদেরকেও মৃত্যু থেকে পুনরুত্থিত হিসাবে গন্য করেন (দেখো: রূপক)|

তোমাদের পুনরুত্থিত করেছেন

"তোমাদের" শব্দটি কলসীয় বিশ্বাসীদের উল্লেখ করে|

উপরের বিষয়গুলি

"স্বর্গীয় জিনিসগুলি" অথবা "ঐশ্বরিক জিনিসগুলি"|

পৃথিবীর কোনকিছু

"পার্থিব জিনিসগুলি" অথবা "পৃথিবীর জিনিসগুলি"|

তোমরা মারা গেছো তার জন্য

এই রূপকটি কলসীয় বিশ্বাসীদের সাথে খ্রীষ্টের তুলনা করে| যেমন প্রকৃতপক্ষে খ্রীষ্ট মৃত্যু বরণ করেছিলেন, তেমন ঈশ্বর খ্রীষ্টের সাথে তাদেরও মৃত হিসাবে গন্য করেছিলেন (দেখো :রূপক)|

ঈশ্বরের গোপনীয়তা আছে

"ঈশ্বরের লুকানো বিষয় আছে"|

তাঁর মহিমার সঙ্গে

"তাঁর" শব্দটি খ্রীষ্টকে উল্লেখ করে|