Door43-Catalog_bn_tn/COL/02/10.md

1.8 KiB

তাঁর মধ্যে

"যীশু খ্রীষ্টের মধ্যে"|

তোমরা

"তোমরা, কলসীয় বিশ্বাসীরা"|

সম্পূর্ণরূপে পূর্ণ হয়েছিল

"পরিপূর্ণ হয়েছিল"|

ঈশ্বর তোমাদের ছিন্নত্বক করেছিলেন...

এই রূপকটি দেখায় যে ভাবে ঈশ্বর একটি বিশ্বাসীর পাপ সরায় বা দুর করে সেই একই ভাবে ছিন্নত্বকের সময় একটি ছুরি দিয়ে চামড়া কেটে বাদ দেয় বা অপসারণ করে (দেখো:রূপক)|

তাঁর সাথে কবরস্থ হয়েছিলে...

এই রূপকটি বর্ণনা করে কিভাবে পরিত্রানের সময় চিরকালের জন্য পুরানো প্রকৃতি পরিত্যাগ করেছিল ঠিক যেভাবে একটি প্রাকৃতিক শরীর যখন মারা যায় মাটির ভেতর ঢোকে এবং ধুলো দ্বারা ছেয়ে যায় (দেখো: রূপক)|

তোমরা তাঁর সাথে পুনরুত্থিত হয়েছিলে

এই রূপকটি বর্ণনা করে কিভাবে বিশ্বাসীদের একটি নতুন প্রকৃতি দেওয়া হয় ঠিক সেভাবে একজন ব্যক্তি যাকে মৃত্যু থেকে পুনরুত্থিত করে পুনরায় জীবন দেওয়া হয় (দেখো: রূপক)|