Door43-Catalog_bn_tn/COL/02/08.md

2.7 KiB

এটা দেখো

সাবধান হও| এটা "হুঁশিয়ার থাকা" কিংবা "সতর্ক করা" হিসাবে অনুবাদ করা যেতে পারে|

তোমাদের বন্দী করে

এই রূপকটি যে উপায়ে একজন ব্যক্তি শারীরিক ভাবে এবং জোর করে ধরে তার সাথে একজন ব্যক্তি আবেগের বশে ও অধ্যাত্মিক ভাবে ধরতে পারে এবং মিথ্যা শিক্ষার দ্বারা বন্দী হয় তার তুলনা করা হয়েছে (দেখো:রূপক)|

তোমাদের বন্দী করে

"তোমাদের বন্দী করে, কলসীয় বিশ্বাসীদের"|

দর্শনশাস্ত্র

ধর্মীয় মত এবং বিশ্বাস যেটা ঈশ্বরের বাক্য থেকে নয় কিন্তু ঈশ্বর এবং জীবন সম্মন্ধে মানুষের চিন্তাধারার ওপর নির্ভর করে|

মিথ্যা প্রতারণা

বিভ্রান্তিকর মতবাদ যেটা খ্রীষ্টিয় জীবনকে পরিচালিত করে না| তারা কিছুই সৃষ্টি করে না, তারা ফাঁকা ও মূল্যহীন|

পৃথিবীর মানুষের ঐতিহ্য এবং পাপপূর্ণ বিশ্বাসের পদ্ধতি

যিহুদী ঐতিহ্যগুলি এবং পৌতলিক (অযিহুদী) বিশ্বাসের পদ্ধতি হয় মূল্যহীন|

খ্রীষ্টের অনুসরণে

"খ্রীষ্টের মতানুসারে"| কেবলমাত্র খ্রীষ্টের ওপর ভিত্তি করা এই বিশ্বাসের পদ্ধতিগুলির মূল্য আছে|

কারণ ঈশ্বরের প্রকৃতির সমস্ত পূর্ণতা তাঁর শরীরে বাস করে

"ঈশ্বরের পরিপূর্ণ প্রকৃতি খ্রীষ্টের শরীরে বাস করে"| ঈশ্বরের সকল প্রকৃতি যে খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে তার সাথে যা সত্যি নয় তা নিয়ে বিভ্রান্ত হয়ো না|