Door43-Catalog_bn_tn/COL/02/06.md

1.9 KiB

প্রভু খ্রীষ্ট যীশুতে চলা

এটা হল সুনিশ্চিত অধিকারে বা সংগতিপূর্ণ পথে বেঁচে থাকার একটা প্রকাশ (বাগধারা দেখো)|

তোমরা যে তাঁকে গ্রহণ করেছিলে

"তোমরা কলসীয় বিশ্বাসীরা যে খ্রীষ্টকে গ্রহণ করেছিলে"|

তাঁর মধ্যে দৃঢ়রূপে নিবদ্ধ থাকো

এই রূপকটি একটি গাছ যেমন ভালোভাবে বেড়ে উঠার জন্য গভীরে শিকড় বিস্তার করে সেই পথের সাথে বিশ্বাসীদের অধ্যাত্মিক পূর্ণতার নির্দেশে শক্ত বিশ্বাসের যে প্রয়োজন হয় সেই পথকে তুলনা করেছে (দেখো:রূপক)|

তাঁতে গড়ে ওঠো

এই রূপকটি দেখায় যেভাবে খ্রীষ্টিয় জীবনে খ্রীষ্টের ওপর ভিত্তি করার প্রয়োজন হয় সেই একই ভাবে একটি অট্টালিকারও নির্মানের জন্য একটি শক্ত ভিত্তির প্রয়োজন হয় (দেখো:রূপক)|

বিশ্বাসে দাঁড়িয়ে থাকো

যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাসে তোমার জীবনের ভিত্তি করে বেঁচে থাকো|

ধন্যবাদে পূর্ণ হও

ঈশ্বরের প্রতি প্রচুর কৃতজ্ঞ হও|