Door43-Catalog_bn_tn/COL/02/01.md

2.9 KiB

আমি তোমাদের জানতে চাওয়ার জন্য

"আমি, পৌল, তোমাদের কলসীয় বিশ্বাসীদের জানতে চাওয়ার জন্য"|

তোমাদের জন্য আমাদের কত বড় একটি সংগ্রাম ছিল

পৌল তাদের বিশুদ্ধতা এবং সুসমাচার বোঝার জন্য অনেক কঠোর উদ্যোগ প্রয়োগ করেছেন|

যারা লায়াদিকেয়ায়

এটা কলসীয়ার খুব কাছের একটা শহর ছিল যেখানেও একটা মন্ডলী ছিল যার জন্য পৌল প্রার্থনা করছিলেন|

অনেকে আমার মাংস মুখ দেখেনি

"অনেককে আমি কখনো ব্যাক্তিগতভাবে দেখিনি" অথবা "অনেকের সাথে আমি কখনো মুখোমুখি আলাপ করিনি"|

এটা তাদের হৃদয়

"এটা সকল বিশ্বাসীদের হৃদয় যারা কখনো ব্যক্তি পৌলকে দেখেনি"|

একত্রে আনা

একটি প্রকৃত ঘনিষ্ট সম্পর্কের একত্রে আনা| এটাকে অনুবাদ করা যেতে পারে "একসঙ্গে সংযুক্ত করা" কিংবা "ঘনিষ্ট ভাবে একত্রে আনা"|

অসংশয়ের বিশ্বাস থেকে আসা

এইসব জিনিস জানার মধ্যে নিশ্চয়তা থাকা|

ঈশ্বরের গুপ্তরহস্য

এটা সেই জ্ঞান যা কেবল ঈশ্বর প্রকাশ করতে পারেন|

এই হয়, খ্রীষ্ট

ঈশ্বরের দ্বারা প্রকাশিত যীশু খ্রীষ্ট হলেন সেই গুপ্তরহস্য|

বিদ্যা এবং জ্ঞানের লুকানো সম্পদ

বিদ্যা এবং জ্ঞানের মহান সম্পদ|

বিদ্যা এবং জ্ঞান

জ্ঞান হলো কোনকিছু সম্মন্ধে জানা ঘটনা ও তথ্য, বোঝা হল কিভাবে সেই তথ্যকে কাজে লাগবে তা জানা এবং বিদ্যা হল কখন সেই তথ্য কাজে লাগবে তা জানা|

তাঁর মধ্যে আছি

"তাঁর" শব্দটি খ্রীষ্টকে উল্লেখ করে|