Door43-Catalog_bn_tn/COL/01/24.md

2.5 KiB

এখন আমি আনন্দ করি

"এখন আমি, পৌল, আনন্দ করি"|

তোমাদের জন্য

"কলসীয় বিশ্বাসীরা তোমাদের জন্য"|

তোমাদের জন্য আমার কষ্ট ভোগ করা

"আমি কষ্টভোগ করছি সেটা তোমাদের উপকারের জন্য" (ইউডিবি)|

খ্রীষ্টের তাঁর শরীরের উদ্দেশ্যে কষ্টভোগের যা আমার মাংসে অভাব আছে তা পূর্ণ হোক

পিতর প্রতিরোধ এবং অত্যাচার সম্মন্ধে বলছেন, মন্ডলীর উদ্দেশ্যে তিনি অবিরত সহ্য করেন| এই কষ্ট খ্রীষ্ট পৌলের মধ্যে প্রকাশ করেছিলেন যখন তিনি প্রথম একজন বিশ্বাসী হয়েছিলেন|

আমি মন্ডলীর পরিচর্যা করি

"আমি, পৌল, মন্ডলীর চাহিদা পূরণের চেষ্টা করি"|

গোপন সত্যটি

"গুপ্তবিষয়টি"|

সময়ের জন্য লুকানো ছিল

এটা সৃষ্টির পর যতক্ষণ পর্যন্ত পৌল অযিহুদীদের কাছে সুসমাচার প্রচার করেননি সেই সময়কে উল্লেখ করেছে|

তাঁর পবিত্র একজনকে প্রকাশ করেছ্হিলেন

"তাঁর শিষ্যদের পরিষ্কার করেছিলেন"| এটি যিহুদী ও অযিহুদী উভয়কে অন্তর্ভুক্ত করে|

ঈশ্বর অযিহুদীদের মধ্যে কাকে এই গুপ্ত রহস্যের মহিমার সম্পদকে পরিচিত করতে চেয়েছেন

তিনি তাঁর লোককে অযিহুদীদের জন্য অপূর্ব সত্য পরিকল্পনা জানাতে চেয়েছেন|

মহিমার আস্থা

"ঈশ্বরের মহিমার অংশ নেবার অসংশয় আশা" (ইউডিবি)|