Door43-Catalog_bn_tn/COL/01/18.md

2.2 KiB

তিনি হন মাথা

"যীশু খ্রীষ্ট, পুত্র ঈশ্বর, হন মাথা"|

তিনি মন্ডলী, তাঁর শরীরের মাথা

এই রূপক যীশুর অবস্থানকে মন্ডলীর সাথে মানব শরীরের মাথাকে তুলনা করেছে| মাথা যেমন শরীরকে চালনা করে, তেমন যীশুর নিয়ম মন্ডলীকে চালনা করেন (দেখো:রূপক)|

উত্পন্ন কর্তৃত্ব

প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা | যীশু মন্ডলী শুরু করেছিলেন|

মৃতদের মধ্যে থেকে প্রথমজাত

প্রথম ব্যক্তি যীশু মারা যান এবং জীবনে ফিরে আসেন, পুনরায় আর কখনো মারা যাবেন না|

এটা কারণ যেটা ঈশ্বরকে সিদ্ধান্ত নিতে সন্তুষ্ট করে, যে তাঁর সব পূর্ণতা তাঁর মধ্যে বাস করা উচিত

"পিতা ঈশ্বর সব কিছু করে সন্তুষ্ট হতেন, তিনি খ্রীষ্টের মধ্যে বাস করেন" (ইউডিবি) (দেখো:সক্রিয় অথবা নিষ্ক্রিয়)|

এর মাধ্যমে

"এর মাধ্যমে" অব্যয়টির জন্য গ্রীক শব্দটির প্রণালী বা রাস্তার ধারণা আছে, এটা দেখাচ্ছে ঈশ্বর মানুষের মধ্যে শান্তি ও পুনর্মিলন আনেন যীশুর রক্ত দ্বারা যখন তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন| এই অব্যয়টি ২০

র স্তবকে দুবার ব্যবহার হয়েছে|