Door43-Catalog_bn_tn/COL/01/15.md

1.7 KiB

পুত্র হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিচ্ছবি

পুত্র যীশু কি তা জানার দ্বারা, আমরা জানতে পারি পিতা ঈশ্বর কি|

তিনি হলেন প্রথমজাত

"পুত্র হন প্রথমজাত"| পুত্রের আগে কিছুই ছিল না|

কারণ তাঁর দ্বারা

"কারণ পুত্রের দ্বারা"|

কারণ তাঁর দ্বারা সব জিনিস সৃষ্টি হয়েছিল

"কারণ পুত্র সব কিছু সৃষ্টি করেছিলেন"|

কিবা সিংহাসন বা রাজ্যত্ব বা আধিপত্য বা কর্তৃপক্ষ, সবকিছু তাঁর দ্বারা এবং তাঁর জন্য তৈরী হয়েছিল

পুত্র নিজের জন্য সবকিছু সৃষ্টি করেছিলেন, সেইসঙ্গে সিংহাসন, রাজ্যত্ব, আধিপত্য এবং কর্তৃপক্ষ|

আধিপত্য

রাজকুমারের দ্বারা শাসিত স্থল|

তিনি সবকিছুর পূর্বে

"তিনি সব কিছুর আগে থেকে উপস্থিত ছিলেন"|

তাঁর মধ্যে সবজিনিস একসঙ্গে অধিষ্ঠিত আছে

"তিনি একসঙ্গে সবকিছু ধরে আছেন" (ইউডিবি)|