Door43-Catalog_bn_tn/COL/01/09.md

2.2 KiB

এই ভালবাসার কারণ

"কারণ পবিত্র আত্মা তোমাদের অন্য বিশ্বাসীদের ভালবাসতে সমর্থ করে তুলেছেন"|

যেদিন থেকে আমরা তোমাদের সম্মন্ধে শুনেছি

"যেদিন থেকে তোমাদের সম্মন্ধে ইপাফ্রা আমাদের বলেছিলেন"|

আমরা শুনেছি

পৌল ও তিমথিকে উল্লেখ করে কিন্তু কলসীয় বিশ্বাসীদের না (দেখো:স্বতন্ত্র)|

আমরা প্রার্থনা করা বন্ধ করিনি

"আমরা প্রায়ই ও আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি" (দেখো:অর্থালংকার)|

তোমরা তাঁর ইচ্ছায় জ্ঞানে পূর্ণ হবে সেটা চাইছি

"আমরা ঈশ্বরের কাছে চাইছি যা তিনি তাঁর ইচ্ছামত জ্ঞানে তোমাদের পূর্ণ করবেন "|

সকল জ্ঞান এবং আত্মিক বোধবুদ্ধি

"পবিত্র আত্মা দ্বারা প্রদত্ত জ্ঞান ও বোধবুদ্ধি"|

যাতে তোমরা প্রভুর অনুমোদিত যোগ্যতানুসারে চলতে পারো|

ফল ধারণ করা

এই রূপক একটি ফলবান গাছের সাথে একটি ভালো কাজ করা বিশ্বাসীর তুলনা করে| গাছ যেমন বেড়ে ওঠে ও ফল দেয়, তেমন বিশ্বাসীরাও ঈশ্বরকে জানার মধ্যে দিয়ে বৃদ্ধি পায় এবং ভালো কাজের দ্বারা ফল ধারণ করে (দেখো:রূপক)|