Door43-Catalog_bn_tn/COL/01/07.md

1.7 KiB

এটা ঠিক যেমন তোমরা ইপাফ্রার কাছ থেকে শিখেছ

"এটা ইপাফ্রা যেমন তোমাদের শিক্ষা দিয়েছেন" অথবা "তোমরা পুরোপুরি ভাবে বুঝেছো যা ইপাফ্রা তোমাদের শিক্ষা দিয়েছেন"|

শুধু এটা

তাদের (কলসীয় বিশ্বাসী) জীবনযাত্রায় সুসমাচার বার্তার ফল বা প্রভাবকে "এটা" বলে উল্লেখ করা হয়েছে|

তোমরা শিখেছ

কলসীয় বিশ্বাসীরা|

ইপাফ্রা

ইপাফ্রা ছিলেন একজন ব্যক্তি যিনি কলসীর মানুষের কাছে সুসমাচার প্রচার করতেন (কিভাবে নামের অনুবাদ হয় দেখো)|

আমাদের প্রিয়জন...আমাদের

"আমাদের" ও "আমরা" শব্দগুলি পৌল এবং তার সহকর্মীদের উল্লেখ করছে কিন্তু কলসীয় বিশ্বাসীদের নয়|

তিনি আমাদের প্রকাশ করেছেন

"ইপাফ্রা আমাদের পরিচিত করে তুলেছেন"|

আত্মায় তোমাদের ভালবাসা

"পবিত্র আত্মা বিশ্বাসীদের ভালবাসতে তোমাদের সক্রিয় করে তুলেছেন"|