Door43-Catalog_bn_tn/COL/01/04.md

2.7 KiB

আমরা শুনেছি

পৌল তাঁর শ্রোতামন্ডলীকে "আমাদের" সাথে যুক্ত করেছেন (দেখো:স্বতন্ত্র)|

খ্রীষ্ট যীশুতে তোমাদের বিশ্বাস

"খ্রীষ্ট যীশুতে তোমাদের আস্থা"|

তোমাদের বিশ্বাস ...তোমাদের আছে...তোমাদের জন্য

কলসীয় বিশ্বাসীদের "তোমরা" বলে উল্লেখ করা হয়েছে (ইংরাজি বহুবচন সর্বনাম দেখো)|

ঐসব লোকেদের জন্য তোমাদের যে ভালোবাসা আছে

"ওইসবার জন্য তোমাদের যে ভালোবাসা" (ইউডিবি)|

ঈশ্বরের জন্য পৃথক হওয়া

এর মানে শুচি বা পাপ থেকে মুক্ত হওয়া এবং ঈশ্বরের জন্য উপযোগী হওয়া| "সাধু" বলে অনুবাদ করা যেতে পারে|

কারণ স্বর্গে যে প্রত্যাশা সংরক্ষিত আছে তাতে সুনিশ্চিত

"যেটা তোমাদের আশার নিশ্চিত ফল যা ঈশ্বর স্বর্গে সংরক্ষিত করে রেখেছেন"|

প্রতাশায় সুনিশ্চিত

"যে আশা তোমরা দৃঢ় ভাবে ধরে আছো"|

ফল জন্মাচ্ছে ও বেড়ে উঠছে

এই রূপকটি একটি বৃক্ষ বা গাছের সাথে তুলনা করে যা খাদ্য দেয় ও সুসমাচারের বৃদ্ধি করে যেটা মানুষের পরিবর্তন করে এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পরে তেমন অনেক বেশী মানুষ এটা বিশ্বাস করে (রূপক দেখো)|

পুরো পৃথিবীর মধ্যে

এটা একটা অতিরঞ্জক উক্তি| সুসমাচারটি পরিচিত পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে ও বৃদ্ধি পাচ্ছে (অতিরঞ্জকুক্তি দেখো)|

সত্য ঈশ্বরের অনুগ্রহ

"ঈশ্বরের সত্য অনুগ্রহ" অথবা "ঈশ্বরের সত্য দয়া"|