Door43-Catalog_bn_tn/COL/01/01.md

1.8 KiB

(পৌল এবং তিমথীর থেকে কলসীয় বিশ্বাসীদের কাছে এটা একটা চিঠি)|

ঈশ্বরের ইচ্ছায় যীশু খ্রীষ্টের একজন প্রেরিত

"ঈশ্বরের দ্বারা নির্বাচিত যীশু খ্রীষ্টের একজন প্রেরিত"|

আমাদের ভাই

পৌল "আমাদের" নিয়ে শ্রোতামন্ডলীর অন্তর্ভুক্তি করেন (পরিবেষ্টক দেখো)|

ঈশ্বরের জন্য পৃথক করা

মানে নীতিগতভাবে নিখুঁত অথবা শুচি অথবা পবিত্র একজন| যাকে "সাধু" হিসাবে অনুবাদ করা যেতে পারে|

তোমাদের জন্য অনুগ্রহ

অন্যকে আশির্বাদ দেওয়া বা শুভ কামনা করা|

তোমাদের জন্য অনুগ্রহ

কলসীয় সাধু ব্যক্তিদের ও বিশ্বাসযোগ্য ভাই

বোনেদের "তোমরা" বলে উল্লেখ করেছেন (ইংরাজি বহুবচন সর্বনাম দেখো)|

আমরা সর্বদা তোমাদের জন্য প্রার্থনা করি

"আমরা নিয়মিত ও আন্তরিকভাবে তোমাদের জন্য প্রার্থনা করেছিলাম" এটার একটা প্রকাশ (বাক্যালংকার দেখো)|