Door43-Catalog_bn_tn/2TI/04/01.md

2.0 KiB

খ্রীষ্ট যীশুর এবং ঈশ্বরের সামনে

"যেখানে ঈশ্বর ও খ্রীষ্ট যীশু আমাদের দেখতে পাবেন" বা, "ঈশ্বরের সামনে এবং খ্রীষ্ট যীশুর সামনে," বা, যেখানে ঈশ্বর ও খ্রীষ্ট যীশু সাক্ষ্য দিতে ও বিচার করতে পারবেন"

যিনি বিচার করতে চলেছেন

"যিনি বিচার করার জন্য শ্রীঘ্রই আসছেন"

গুরুগম্ভীর

"দৃঢ়ভাবে" বা, "গম্ভীরভাবে" বা, "এর অর্থ, প্রত্যেকটি বাক্য"

যখন এটি নয়

"সেই সময় হবে যখন সেটি উপযুক্ত নয়"

তিরস্কার

" দোষী বলে দেখানো" বা, "তাদের বলা যে তারা কি ভুল করেছে"

ধমক দেওয়া

"গম্ভীরভাবে সাবধান করা"

ধৈর্য্য

"সহ্য করা"

সম্পূর্ণ ধৈর্য্য ও শিক্ষাদানের সঙ্গে

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) এইভাবেই তীমথি অবশ্যই যেন লোকদের উপদেশ দেয় বা, ২) ২ ও ৩ পদে উল্লেক্ষিত বিষয় অনুযায়ী তীমথি যেন অবশ্যই সমস্ত কিছু করে৷ বা, ৩) শেষ বাক্যে এই তীমথি যেন অব্যশই এই সমস্ত কিছু করে৷

সম্পূর্ণ ধৈর্য্যের সঙ্গে

"মহা ধৈর্য্যের সঙ্গে" বা, "অতিশয় ধৈর্য্য সহকারে"