Door43-Catalog_bn_tn/2TI/03/16.md

1.0 KiB

ঈশ্বরের দ্বারা সমস্ত শাস্ত্র অনুপ্রাণিত হয়েছে

"ঈশ্বর তাঁর আত্মার দ্বারা সমস্ত শাস্ত্রকে প্রকাশ করেছেন এবং এটি লাভজনক" (দেখুন UDB) বা, প্রত্যেকটি শাস্ত্র ঈশ্বর

নিশ্বসিত, "ঈশ্বরের আত্মার দ্বারা সৃষ্টি হয়েছে৷ ঈশ্বর লোকদের বলেছেন কি লিখতে হবে৷

লাভজনক

"ব্যবহার যোগ্য," "উপকারী"

বিশ্বাসযোগ্য

ভুল বিষয়কে চিহ্নিত করে"

সংশোধন

"ভুল বিষয়কে ঠিক করে"

শিক্ষা

"সংযম" বা, "লালনপালন"

উপযুক্ত

"সম্পূর্ণ"