Door43-Catalog_bn_tn/2TI/03/14.md

1.3 KiB

তুমি যা যা শিখেছ তাতেই স্থির থাক

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "যা যা তুমি করতে শিখেছ তা অবিরত করতে থাক" (UDB) বা, ২) "তুমি যা যা শিখেছ তা ভুল না৷" উভয় অর্থে ধারনাটি হল স্থির থাকা৷

যা তোমাকে বুদ্ধিমান করতে পারে

'তোমার যে জ্ঞানের প্রয়োজন তারা তোমাকে দেবে"

খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রানের জন্য

"যেন ঈশ্বর তোমাকে উদ্ধার করার জন্য তোমার বিশ্বাসকে খ্রীষ্ট যীশুতে ব্যবহার করেন৷"

উদ্ধার

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "ঈশ্বর তোমাকে অনন্ত জীবন দেবেন" বা, ২) "ঈশ্বর তোমাকে এই জীবনের মূর্খতা থেকে উদ্ধার করবেন৷"