Door43-Catalog_bn_tn/2TI/02/24.md

1.7 KiB

নম্রতায়

"নম্র ভাবে" বা, "ভদ্র ভাবে"

শাসন করা

"নির্দেশনা" বা, "শিক্ষা দেওয়া" বা "সংশোধন করা"

তাদের মন পরিবর্তন করবেন

"তাদের সাহায্য করবেন তাদের পাপ থেকে ফিরে আসতে,"

সত্যের জ্ঞানের জন্য

"যেন তারা সত্যকে জানতে পারে"

তারা যেন তাদের চেতনা পুনরায় ফিরে পায়

"তারা যেন আর কখনই মন্দ চিন্তা না করে," বা, "তারা যেন আবার ঈশ্বরের কথা শুনতে আরম্ভ করে"

সেই সমস্ত মানুষ যারা শয়তানের ফাঁদে পড়েছেন, আর রূপার্থক অর্থ হল, সেই সমস্ত লোক যারা চিন্তা করেন যে তারা ঈশ্বরকে অনুসরণ করছেন কিন্তু বাস্তবে তারা দিয়াবলকেই অনুসরণ করে। (দেখুন: রূপার্থক শব্দ)

তাঁর ইচ্ছা পালনের জন্য নিয়ন্ত্রণে আনা হয়েছে

"দিয়াবল তাদের বন্দী করে রেখেছে এবং এখন সে যা যা ইচ্ছা করে তাই তাদের দিয়ে করায়।" (দেখুন: রূপার্থক শব্দ)