Door43-Catalog_bn_tn/2TI/02/22.md

4.3 KiB

পালাও...অনুসরণ কর

তার অর্থ হল তুমি যত দ্রুত দৌড়াতে পার দৌড়াও এই ধারণাটিকে এই রূপার্থক শব্দটি প্রকাশ করে। কিছুর থেকে পালানো এর অর্থ হলো এমন কিছুর কাছ থেকে পালানো যা তোমার ক্ষতি করতে পারে; অনুসরণের অর্থ হলো যে, তুমি এমন কিছুকে অনুসরণ কর যা তোমার মঙ্গল করে। (দেখুন: রূপার্থক শব্দ )

যৌবনকালের কামনা বাসনা থেকে পালাও

"কামনা বাসনা থেকে পালাও যা যুবকদের প্রলোভিত করে।" যেমনভাবে একজন মানুষ একটি আক্রমনকারী পশু বা একজন খুনীর হাথ থেকে বাঁচার জন্য পালায়। যদি আপনার ভাষায় বাসনার বিশেষ্য পদ না থাকে তবে এটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে, "যুবকরা যা কিছু প্রবল ইচ্ছার সঙ্গে করতে চায় সে সব বিষয় সম্পূর্ণরূপে অস্বিকার করা।" বা, "এই সমস্ত কিছু করার থেকে তুমি নিজেকে দূরে রাখার যথাসাধ্য চেষ্টা কর...।"

ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুসরণ কর

"ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।" যদি আপনার ভাষায় ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির বিশেষ্য পদ না থাকে তবে এটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে, "তুমি ভাল কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা কর,......।"

বিশ্বাস

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) দেখুন; বিশ্বাস, ২) বিশ্বস্ত, বিশ্বস্ততা।

সঙ্গে

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "সহভাগিতায়" এর অর্থ, "অন্যান্য খ্রীষ্টিয় বিশ্বাসীদের সঙ্গে ধার্মিকতায় অনুসরণ করতে...."; ২) "যেমন তুমি সম্পর্কযুক্ত," এর অর্থ, "অন্যান্য খ্রীষ্টিয় বিশ্বাসীদের সঙ্গে শান্তিতে থাক।" (অনুবাদিত টিকা)

তাঁরা যারা প্রভুকে ডাকে

"খ্রীষ্টিয়ান", বা, "যারা নিজেদেরকে প্রভুর লোক বলে দাবি করে"

পবিত্র হৃদয়ে

"প্রকৃত মনোভাব বা চিন্তাধারা" বা, "সেই ভাল বিষয়ের জন্য"

যুক্তিহীন ও বাজে তর্কবিতর্ক বা প্রশ্ন থেকে দূরে থাক

"যুক্তিহীন ও বাজে প্রশ্নের বা তর্কবিতর্কের উত্তর দিয়ো না"

যুক্তিহীন.....প্রশ্ন

"ঈশ্বরের প্রতি কোন সম্মান না রেখে লোকেরা যে সমস্ত যুক্তিহীন প্রশ্ন করে"

বাজে.....প্রশ্ন

"লোকেরা সেইসমস্ত প্রশ্ন করে যারা সত্যকে জানতে চায় না"