Door43-Catalog_bn_tn/2TI/02/16.md

2.8 KiB

তাদের কথাবার্তা পচা

গলা ঘায়ের মতো ছড়িয়ে পড়বে

"তারা যা বলে তা সংক্রামক রোগের মত ছড়িয়ে পড়বে," যেমনভাবে পচা

ঘা একজন ব্যক্তির শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে ও শরীরকে ধ্বংস করে এবং সেই সমস্ত লোকেরা যা বলে তা একজন ব্যক্তি থেকে আর একজন ব্যক্তির কাছে ছড়িয়ে পড়বে এবং যারা এই বিষয়ে শুনেছে এটা তাঁদের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যান্য অনুবাদগুলি: "তাদের কথা খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং পচা

ঘায়ের মত ক্ষতিগ্রস্ত করবে" বা, "লোকেরা তাদের কথা খুব দ্রুত গ্রহণ করবে ও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। (দেখুন: তুলনামূলক উপমা)

পচা

গলা ঘা

মৃত, পচনশীল মাংস। পচা ঘায়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির শরীরে পচন ও মৃত্যুর হাত থেকে বাঁচানোর একমাত্র উপায় হল, সেই ক্ষতিগ্রস্ত অংশটিকে কেটে বাদ দিতে হবে।

সত্য থেকে দূরে সরে গেছে

এর অর্থ এই রকম হতে পারে, ১) সত্য সম্পর্কে ভ্রান্তি সৃষ্টি করেছে," বা, " সত্য সম্পর্কে ভ্রান্তির মধ্যে রয়েছে," বা, "একটি তীরের মত যা লক্ষচুত্য হয়েছে," বা, ২) "সত্যে বিশ্বাস করা বন্ধ করেছে।"

মৃতরা জীবিত হয়ে উঠেছে

"ঈশ্বর মৃত বিশ্বাসীদের মৃত্যু থেকে জীবিত করেছেন অনন্ত জীবনের জন্য,"

কারও কারও বিশ্বাসে ক্ষতি করছে

"কিছু বিশ্বাসীদের সন্দেহ করতে বাধ্য করছে," বা, "বিশ্বাস না করার জন্য কিছু বিশ্বাসীকে নিশ্চিত করছে"