Door43-Catalog_bn_tn/2TI/02/08.md

1.2 KiB

আমার সুসমাচার অনুযায়ী

"এটা আমার সুসমাচার"

যার দ্বারা আমি কষ্ট সহ্য করছি

"সুসমাচার যার জন্য আমি কষ্ট সহ্য করছি"

শিকলে বন্দী

"কারাগারে বন্দী" ( দেখুন: রূপার্থক শব্দ)

ঈশ্বরের বাক্য শিকলে বন্দী হয় নি

"সীমাবদ্ধ হয় নি," বা, "কারারুদ্ধ হয় নি," বা, "পূর্ণ সাধীনতা আছে"

মনোনীতদের জন্য

"ঈশ্বর যাদের মনোনিত করেছেন তাঁদের জন্য"

যেন উদ্ধার পায়

"উদ্ধার পাবে," বা, 'ঈশ্বর তাঁদের রক্ষা করবেন"

অনন্তকালীন মহিমার সঙ্গে

"চিরকালের জন্য ঈশ্বরের মহিমা করবে," বা, মানুষকে ঈশ্বরের কাছে ইঙ্গিত করে চিরতরের জন্য"