Door43-Catalog_bn_tn/2TI/02/06.md

1.2 KiB

কঠোর পরিশ্রমী চাষী অবশ্যই প্রথমে তাঁর ফলের ভাগ পায়

এটি তৃতীয় রূপার্থক শব্দ যা তিনি তীমথিকে উদাহরণস্বরূপ দিচ্ছেন। পাঠক যেন অবশ্যই বুঝতে পারেন যে, খ্রীষ্টের দাসেদের কঠোর পরিশ্রম করার প্রয়োজন। (দেখুন: রূপার্থক শব্দ)

আমি যা বলি, সেই বিষয়ে চিন্তা কর

পৌল তীমথিকে তিনটি রূপার্থক শব্দের উদাহরণ দিয়েছেন, কিন্তু তিনি সেগুলোর অর্থ ব্যাখ্যা করেন নি। পৌল আশা করছেন তীমথিকে যে, তিনি খ্রীষ্টের দাসেদের সম্পর্কে কি বলেছেন সে বিষয়ে যেন সে চিন্তা করে।

প্রভুর জন্য

"কারণ প্রভু"