Door43-Catalog_bn_tn/2TI/02/01.md

1.1 KiB

তুমি খ্রীষ্ট যীশুর অনুগ্রহে বলবান হও। সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "যেন ঈশ্বর অনুগ্রহর সাহায্য যা তিনি খ্রীষ্ট যীশুতে তোমাকে শক্তিশালী করার জন্য দিয়েছেন তার ব্যবহার করেন, (দেখুন: UDB) বা, ২)ঈশ্বর যে অনুগ্রহ তোমাকে দিয়েছেন যা একমাত্র খ্রীষ্ট যীশুর মাধ্যমে আসে, এই কথা মনে করে তুমি নিজেকে উত্সাহিত কর,"

অনেক সাক্ষীর মুখে বা মধ্য

"সেখানে অনেক সাক্ষী আছে যারা আমার সঙ্গে একমত যে আমার বাক্যগুলি সত্য ছিল।

বিশ্বস্ত

"নির্ভরযোগ্য"