Door43-Catalog_bn_tn/2TI/01/15.md

1.3 KiB

আমাকে একা ছেড়ে চলে গেছে

তারা তাঁকে একা ছেড়ে চলে গেছে কারণ তিনি বন্দী হয়েছেন ও তাঁকে কারাগারে রাখা হয়েছে বলে৷

আমার শিকলের জন্য তিনি কখনই লজ্জিত হন নি

অনীষিফর কখনই পৌলের কারাগারে বন্দী হওয়ার জন্য লজ্জিত হন নি কিন্তু প্রায় সময়ই তিনি তাঁর সঙ্গে দেখা করেছেন৷ শিকলকে কারাগারে বন্দী হওয়ার বাক্যলংকার হিসাবে ব্যবহার করা হয়েছে৷ (দেখুন: বাক্যালংকার)

আশীর্বাদ করুন, যেন সেই দিন তিনি.....দয়া পান

পৌল চান যেন অনীষিফর দয়া পান এবং শাস্তি যেন না পান

১) "সেই দিন যে দিন প্রভু ফিরে আসবেন, বা, ২) সেই দিন যে দিন ঈশ্বর বিচার করবেন৷