Door43-Catalog_bn_tn/2TI/01/12.md

2.0 KiB

এইজন্য

"কারণ আমি একজন প্রেরিত"

আমি....দুঃখ সহ্য করছি

"আমি একজন বন্দী"

আমি দৃঢ়ভাবে নিশ্চিত

"আমি নিশ্চিত"

সেই দিন

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "সেই দিন যে দিন প্রভু ফিরে আসবেন, বা, ২) সেই দিন যে দিন ঈশ্বর বিচার করবেন৷

তুমি আমার কাছে যা যা শুনেছ, সেই সত্য শিক্ষার আদর্শ ধরে রাখ

"আমি যা কিছু তোমাকে শিক্ষা দিয়েছি সেই সমস্ত বিষয়ে অবিরত শিক্ষা দাও" বা, " কি ভাবে ও কেমন ভাবে তুমি শিক্ষা দেবে, তা আমার বাক্য ও আমার শিক্ষার পদ্ধতিকে আদর্শ রেখে ব্যবহার কর৷

আদর্শ বাক্য

"সত্য মতামত" বা, "সত্য বাক্য"

মূল্যবান জিনিস

এটি সঠিকভাবে সুসমাচার প্রচার করাকে বোঝায়৷

রক্ষা কর

তীমথির সচেতন থাকা প্রয়োজন কারণ লোকেরা এর বিরোধিতা করবেই এবং তাঁকে থামনোর ও সে যা বলবে তা মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করবে৷

পবিত্র আত্মার সাহায্যে

"সমস্তই কর এবং একমাত্র পবিত্র আত্মা তোমাকে যা করতে বলেন তাই কর৷