Door43-Catalog_bn_tn/2TI/01/06.md

2.7 KiB

এই কারণ

" এই কারণের জন্য" বা, "কারণ তোমার প্রকৃত বিশ্বাস যীশুতে" বা, "যেহেতু যিশুতে তোমার বিশ্বাস আছে "

আমি তোমাকে স্মরণ করিয়ে দিই

"আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি," "আমি তোমাকে আবার বলছি"

তোমার উপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ

দান তোমার মধ্যে আছে, তা জাগিয়ে তোলো

পৌল তাঁর হাতকে তীমথির উপর রেখে ছিলেন পবিত্র আত্মা ও আত্মিক ক্ষমতা বা বরদানের বিষয়ে। পৌল তীমথিকে সেই আত্মিক ক্ষমতাকে খ্রীষ্টের জন্য "পুনরায় আলোকিত" বা " পুনরায় উদ্দীপিত" করতে বলছেন৷ আত্মিক ক্ষমতা ও উপহার যা তীমথি তুচ্ছ বা ব্যবহার করছিলেন না, তার সঙ্গে স্তরীভূত কয়লায় ফুঁ বা, বাতাস দেওয়ার চিত্রকে রূপক অর্থে তুলনা করা হয়েছে৷

কেননা ঈশ্বর

"কারণ ঈশ্বর" বা, "যেহেতু ঈশ্বর"

ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেন নি

পৌল ঈশ্বরের কাছ থেকে আত্মা পেয়েছিলেন৷ যখন তিনি তাঁর হাত তীমথির উপর রেখেছিলেন, সেই একই আত্মা তীমথির উপরে এসেছিল৷ সেই আত্মা তাঁদের, ঈশ্বরকে বা অন্যান্য মানুষকে ভয় পাওয়ার কারণ সৃষ্টি করে নি৷

....সুবুদ্ধির বা, বাধ্যতার আত্মা

সম্ভবতঃ এর অর্থগুলি হল: ১) "ঈশ্বরের আত্মা আমদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করেন," (দেখুন:UDB) বা, ২) "ঈশ্বরের আত্মা, যারা অন্যায় করে তাদের সংশোধন করতে আমদের সাহায্য করেন৷"