Door43-Catalog_bn_tn/2PE/01/08.md

1.5 KiB

পিটার বিশ্বাসীদের সাথে ক্রমাগত কথা বলতে থাকে.

এই জিনিসগুলো

অর্থাৎ বিশ্বাস , গুন , জ্ঞান , আত্মনিয়ন্ত্রণ , ধৈর্য , ধার্মিকতা , ভ্রাতৃপ্রীতি স্নেহ , এবং প্রেম|

আপনি বন্ধ্যা হবেনা বা নিস্ফলা হবে না

"তোমরা উত্পাদন করবে ও ফলপ্রসূ হবে " ( দেখুন : একজাতীয় অর্থালংকার যাতে নঞর্থক শব্দের সাহায্যে তার বিপরীত সদর্থক ভাবটিকেই জোরালোভাবে প্রকাশ করা হয় )

যাদের এইগুলোর অভাব আছে

কোন ব্যক্তি যার এই জিনিসগুলো নেই |

দেখ শুধু মাত্র যা কাছে আছে; | তিনি অন্ধ

এই শব্দগুচ্ছ একটি একজন ব্যক্তি যে শুধুমাত্র চিন্তায় তুলনা করে পার্থিব বিষয় সম্বন্ধে যা তার সামনে সেটাই ঠিক যেমন একজনের দৃষ্টি শক্তি নেই . ( দেখুন : রূপক )