Door43-Catalog_bn_tn/2CO/11/19.md

1.3 KiB

কারণ তোমরা আনন্দ সহকারে বোকাদের সহ্য কর

" কারণ তোমরা বোকাদের সহ্য করাকে উপভোগ কর"

নিজেদের জ্ঞানী মনে করে!

AT: "তোমরা জ্ঞানী তা ভেবে!"

সে যদি তোমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে

লোকেদের একে অপরের সাথে মতানৈক্য গড়ে তোলে|

অথবা সে যদি চড় মারে

"এবং সে চড় মারে"

আমরা তা করার ক্ষেত্রে খুব দুর্বল তাই আমি লজ্জা সহকারে কথা বলি

AT: "আমি লজ্জাসহকারে স্বীকার করছি যে তোমাদের প্রতি সেইরকম আচরণ করার মত সাহসী আমরা নই|"

তা স্বত্তেও যখনই কেউ গর্ব করে

AT: "কেউ যেকোনো বিষয়ে গর্ব করে"

আমিও গর্ব করি

AT: "আমিও এটির বিষয়ে গর্ব করার সাহস করি"