Door43-Catalog_bn_tn/2CO/11/03.md

1.3 KiB

কিন্তু আমি ভীত যে কোনোভাবে... খ্রীষ্টের প্রতি শুদ্ধ ভক্তি|

AT: " কিন্তু আমি আশঙ্কিত যে কোনপ্রকারে তোমাদের ভাবনা... খ্রীষ্টের প্রতি তোমাদের সমর্পন যেভাবে সাপ তার চালাকির দ্বারা হবাকে প্রতারিত করেছিল|"

কারণ যদি কেউ আসে এবং

"যখন কেউ"

অথবা যদি তোমরা যে আত্মা পেয়েছিলে তার তুলনায় ভিন্ন এক আত্মা পাও, বা সে সুসমাচার পেয়েছিলে তার তুলনায় ভিন্ন একটি সুসমাচার পাও,

AT: "পবিত্র আত্মার তুলনায় একটি ভিন্ন আত্মা, বা আমাদের থেকে যে সুসমাচার পেয়েছিলে তার চেয়ে আলাদা এক সুসমাচার,"

তোমরা এটাকে যথেষ্ট সহ্য কর!

AT: "একে সহন কর!"