Door43-Catalog_bn_tn/2CO/08/13.md

878 B

এই কাজের জন্য

AT: "দান করার জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে"

ন্যায্য হওয়া উচিত|

AT: " একটি ন্যায্য সমপরিমান হওয়া উচিত"

যেন তাদের আধিক্য তোমাদের প্রয়োজন পূর্ণ করে,

AT: " পরবর্তীকালে যখন তোমাদের প্রয়োজন থাকবে তখন তোমাদের সাথে ভাগ করে নেবার জন্য তাদের কাছে যথেষ্ট থাকবে,"

যেমনটি লেখা আছে,

" যেমন শাস্ত্রে লেখা আছে" (স্পষ্ট ও অন্তর্নিহিত দেখুন)