Door43-Catalog_bn_tn/2CO/08/08.md

1018 B

আমাদের প্রভুর অনুগ্রহ

AT: "অনুপযুক্তভাবে প্রাপ্ত প্রভুর প্রেম ও অনুগ্রহ|"

তিনি ধনী ছিলেন

AT: " তিনি সবকিছুর মালিক ও অধিকারী"

তোমাদের কারণে তিনি হীন হলেন|

AT: "তোমাদের জন্য একজন সাধারণ মানুষরূপে পৃথিবীতে আসবার জন্য তিনি তাঁর স্বর্গীয় বাসস্থান ও গুনাবলী ত্যাগ করেছিলেন,"

তাঁর দীনতায় তোমরা যেন ধনী হতে পার|

AT: " তাঁর নম্রতার জীবন ও ভগ্নতায় তোমরা যাতে ধনী এবং প্রচুররূপে আশীর্বাদধন্য হতে পার|"