Door43-Catalog_bn_tn/2CO/08/06.md

2.2 KiB

তোমাদের সাথে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছিল

পৌল যিরুশালেমের বিশ্বাসীদের জন্য করিন্থীয়দের অর্থ সংগ্রহের কথা বোঝাচ্ছেন| AT: " তোমাদের দানকে সর্বপ্রথমে উত্সাহিত করেছিল"

তোমাদের মধ্যে অনুগ্রহের এই কাজের সমাপ্তি করবার জন্য|

AT: "তোমাদের ফিরিয়ে দেবার এবং তোমাদেরকে দানের এই পরিচর্যা সম্পূর্ণ করতে উত্সাহ দেবার জন্য|"

কিন্তু যেহেতু তোমরা সব বিষয়ে উন্নতি কর

AT: "কারণ তোমরা অনেক রূপে আশাতীত উত্তম কাজ কর"

বিশ্বাসে

AT: "ঈশ্বর ও আমাদের প্রতি তোমাদের বিশ্বস্ততায়"

বাক্যে

AT: " যেভাবে তোমরা কথা বল"

জ্ঞানে

AT: "বোধগম্যতায়" অথবা "বুঝতে পারায়"

প্রচেষ্টায়

AT: " উত্সাহে" অথবা "ক্লান্তিহীন অধ্যবসায়ে"

এবং আমাদের প্রতি তোমাদের ভালবাসায়

AT: "এবং যেভাবে তোমরা আমাদের প্রতি তোমাদের ভালবাসা প্রদর্শন কর"

নিশ্চিত কর যে তোমরা অনুগ্রহপুর্ন এই কাজটিতেও শ্রেষ্ঠত্ব লাভ করেছ|

AT: "যিরুশালেমে দারিদ্রক্লিষ্ট সন্তদের জন্য ত্যাগ পূর্ণ দান করার ব্যাপারেও তোমরা উত্তম কাজ করবে এটি নিশ্চিত কর"