Door43-Catalog_bn_tn/2CO/06/11.md

1.4 KiB

তোমাদের কাছে সমস্ত সত্য বলেছি

"তোমাদের সততার সাথে বলেছি"

আমাদের হৃদয় প্রশস্তভাবে উন্মুক্ত

AT: " আমরা তোমাদের উন্মুক্তভাবে ভালবাসি" (বাগধারা দেখুন)

তোমাদের হৃদয় আমাদের দ্বারা দমিত নয়

AT: " আমাদের ভালবাসায় কোনো ঘাটতি হয়নি"

তোমরা তোমাদের নিজেদের ভাবনার দ্বারাই অবদমিত

AT: " তোমরা কোনো কারণে তোমাদের প্রতি আমাদের ভালোবাসাকে প্রত্যাহার করেছ"

এখন ন্যায্য বিনিময়ে

আমি সন্তানদের সাথে কথা বলার মত করে বলছি

তোমরা তোমাদের হৃদয় প্রশস্ত কর

AT: " একটি শিশুর মত সরল কথায় বলতে গেলে বলতে হয় যে, তোমরাও যদি আমাদের প্রতি তোমাদের প্রেম প্রদর্শন কর তবেই সেটা ন্যায্য হবে|"