Door43-Catalog_bn_tn/2CO/05/01.md

1.5 KiB

পার্থিব বাসস্থান

আমাদের শারীরিক দেহ| (বাগধারা দেখুন)

আমরা যাতে বাস করি তা ধ্বংসপ্রাপ্ত

যখন আমাদের শারীরিক দেহ ধ্বংসপ্রাপ্ত হয়|

ঈশ্বরের থেকে পাওয়া আমাদের একটি ভবন আছে, একটি বাড়ি যা মানুষের হাতের তৈরী নয়, কিন্তু স্বর্গে এক অনন্তকালস্থায়ী বাড়ি

ঈশ্বর আমাদের বসবাস করার জন্য একটি নতুন অনন্তকালস্থায়ী দেহ প্রদান করবেন৷ (বাগধারা দেখুন)

কারণ এই তাঁবুতে আমরা আর্তনাদ করি

AT: "কারণ এই পার্থিব দেহে আমরা সংগ্রাম করি"

কারণ এটি পরিধান করলে আমরা আর উলঙ্গ থাকবো না

সম্ভাব্য অর্থগুলি হল ১) আমরা ঈশ্বরের ধার্মিকতায় পরিহিত হব অথবা ২) ঈশ্বর আমাদের জন্য নতুন দেহ ও পোষাক প্রদান করবেন৷