Door43-Catalog_bn_tn/2CO/04/13.md

1.6 KiB

পৌল ও তিমথী করিন্থের মন্ডলীর মানুষদের প্রতি তাদের চিঠি দীর্ঘায়িত করে চলেছেন|

আমাদের একই আছে

"আমরা" শব্দটি পৌল, তিমথী এবং করিন্থীয় মন্ডলীকে বোঝায়|

বিশ্বাসের সেই এক আত্মা

"বিশ্বাসের সেই অভিন্ন মনোভাব|" "আত্মা" এই শব্দটি যেভাবে একজন মানুষ চিন্তা করে ও সিদ্ধান্ত নেয় তা বোঝায়| পৌল ও তিমথী বলছেন যে ঈশ্বরকে বিশ্বাস করবার তাদের যে মনোভাব তা করিন্থীয়দের মত একই|

আমি বিশ্বাস করেছিলা, এবং তাই আমি বলেছিলাম

এটি রাজা দায়ুদের একটি উদ্ধৃতি|

আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসবেন

"আমাদেরকে" এই শব্দটি করিন্থীয়দের বর্জন করে| (স্বতন্ত্র দেখুন)

ধন্যবাদ জ্ঞাপন

ঈশ্বর যে মঙ্গল করেছেন তা বোঝা ও তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়া|