Door43-Catalog_bn_tn/2CO/04/11.md

2.3 KiB

আমরা যারা জীবিত

পৌল সেই সব মানুষদের কথা বলছেন যারা খ্রীষ্টে বিশ্বাস করেছে ও তাঁকে প্রচার করেছে এবং এখনও মারা যায়নি|

হস্তান্তর করা হয়েছে

"ঝুঁকিতে আছে"

যীশুর জীবনও যাতে দেখা যায়

এই বাক্যাংশটির দ্বারা যীশুর জীবন চলতে থাকা এবং ইব্রীয়ের লেখক ও সেই সমস্ত বিশ্বাসী যারা যীশুকে প্রভুরূপে বিশ্বাস করে তাদের জীবনকে বিপদাপন্ন করেছে তাদের কাছে এর কি অর্থ তা বোঝায়| AT: "যীশু নিজে মৃত্যু থেকে উঠেছিলেন এবং আমদেরকে অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞাও করেছেন আমাদের এই বিশ্বাস যেন প্রমাণিত হয়|" (স্পষ্ট ও অন্তর্নিহিত দেখুন)

আমাদের মানবদেহ

অর্থালঙ্কারের অনুরূপ)

মৃত্যু আমাদের মধ্যে কার্যরত

পৌল মৃত্যুকে কার্যরত ভাবে বোঝাচ্ছেন| এটা বলার জন্য যে মৃত্যুভয়ে আচ্ছন্ন মানুষেরা অন্যের জীবনে ইতিবাচক প্রভাব রাখতে পারে| (নরত্বআরোপ দেখুন)

জীবন তোমাদের মধ্যে কার্যরত

পৌল জীবনকে কার্যরত ভাবে বোঝাচ্ছেন| এটা বলার জন্য যে অনন্তজীবনের জ্ঞানের একটি প্রভাব রয়েছে যা যিহুদি বিশ্বাসীদের জীবনের পক্ষ্যে ইতিবাচক| (নরত্বআরোপ দেখুন)