Door43-Catalog_bn_tn/2CO/03/17.md

1.3 KiB

আবরণহীন মুখেরা, প্রভুর উজ্বলতা দেখছে

এই বাক্যাংশগুলি উভয়ে ঈশ্বরের বাক্য বোঝবার সক্ষমতাকে বোঝায়| (সহচারবাদ দেখুন)

আবরণহীন মুখেরা, প্রভুর উজ্বলতা দেখছে

একজন মানুষের মুখকে আবরণহীন করা তাদেরকে স্পষ্টভাবে দেখতে দেয় এবং 'বুঝতে সক্ষম' এটি বোঝাতেও এটি ব্যবহূত হয়| "দেখছে" এই শব্দটি কোনকিছুকে বোঝবার ক্ষমতাকে বোঝায়| (রূপক দেখুন)

সেই একই উজ্বল সাদৃশ্যতা

এমনকিছু যার প্রভুর মতই একই উজ্বলতা আছে অথবা এমনকিছু যা ইশ্বরের উজ্বলতাকে দেখায়|

এক উজ্বলতা থেকে অন্য উজ্বলতায়

" উজ্ব্লতার একটি পরিমান থকে অন্য একটি পরিমানে"