Door43-Catalog_bn_tn/2CO/03/09.md

1.9 KiB

পৌল মোশির ব্যবস্থার সাথে খ্রীষ্টের পরিচর্যার তুলনা করে চলেন|

দন্ডাজ্ঞার পরিচর্যা

এই বাক্যাংশটি ঈশ্বর মোশিকে যে ব্যবস্থা দিয়েছিলেন সে বিষয়ে বলে| এটি কেবলমাত্র ঈশ্বরের সম্মুখে মানুষের অবাধ্যতাকেই নির্দেশ করতে পারে, এবং সেইরূপে মানুষকে মৃত্যুদন্ড দেয়|

ধার্মিকতার পরিচর্যা

এই বাক্যাংশটি যীশু খ্রীষ্টের মাধ্যমে প্রদত্ত ক্ষমা সম্পর্কিত বার্তাকে বোঝায়| এটি ব্যবস্থা, যা কেবলমাত্র মৃত্যুদন্ড দেয়, তার বিপরীত ক্ষমা এবং নতুন জন্ম প্রদান করে|

উজ্বলতায় আবদ্ধ

খ্রীষ্টের ধার্মিকতার পরিচর্যা, ব্যবস্থা, যেটির ও উজ্বলতা ছিল, তার চাইতে অনেক বেশী উজ্বল|

সেটি, যেটি একদা নির্মিত হয়েছিল... কারণ সেটি যদি

"সেটি" এই শব্দটির দ্বারা মোশির ব্যবস্থাকে বোঝানো হয়|

এই বিষয়ে

"এই ভাবে"

যা ইহার চাইতে বেশী

" সেটি এটির তুলনায় উত্তম"

অবসান ঘটছিল

"ইহার উদ্দেশ্য পূর্ণ করেছে"