Door43-Catalog_bn_tn/2CO/03/07.md

1.4 KiB

এখন যদি.... আত্মার পরিচর্যা কি আরো বেশী উজ্বল হবে না?

পৌল এই প্রশ্নটি উত্তরটি বোঝা কেন সহজ সেটি ব্যাখা করতে ব্যবহার করেন| AT; "যেহেতু... আত্মার পরিচর্যা আরো বেশী উজ্বল হবে" (অলঙ্কারপূর্ণ প্রশ্নাবলী দেখুন)

অক্ষরে খোদাই করা

" অক্ষরে ক্ষোদিত থাকা"

মৃত্যুর পরিচর্যা.... আত্মার পরিচর্যা

পৌল "পরিচর্যা" এই বাক্যাংশটিকে ঈশ্বর আমাদেরকে হয় ব্যবস্থা পালনের মাধ্যমে আত্মিক মৃত্যুলাভ করা নতুবা আত্মার মাধ্যমে অনন্ত জীবন পাওয়ার যে পথ প্রদান করেছেন তা বোঝাতে ব্যবহার করেন| AT: " মৃত্যুলাভের জন্য যে পথ প্রদত্ত হয়েছে.... জীবনলাভের জন্য যে পথ প্রদত্ত হয়েছে" (রূপক দেখুন)