Door43-Catalog_bn_tn/2CO/03/04.md

2.0 KiB

পৌল ও তিমথী করিন্থের মন্ডলীর মানুষদের প্রতি তাদের চিঠি দীর্ঘায়িত করে চলেছেন|

ইহা দৃঢ় বিশ্বাস

"ইহা" শব্দটি কিভাবে খ্রীষ্টের জ্ঞান করিন্থের মন্ডলীর মানুষদের জীবন পরিবর্তিত করেছিল সে সম্পর্কে পৌল ও তিমথীর সচেতনতাকে বোঝায়|

নিজেরাই সক্ষম

" নিজেদের মধ্যেই যোগ্য"

আমাদের পর্যাপ্ততা

" আমাদের যোগ্যতা"

অক্ষরের নয় কিন্তু আত্মার

পৌল "অক্ষর" কথাটিকে পুরাতন নিয়মের ব্যবস্থাকে বোঝাতে ব্যবহার করেছেন কারণ শব্দ অক্ষরের দ্বারা নির্মিত হয়| "ব্যবস্থার অক্ষর " এই বাক্যাংশটির অর্থ পুরাতন নিয়মের ব্যবস্থার প্রত্যেকটি অংশ| AT: " ব্যবস্থা পালনের মাধ্যমে নয় বরং পবিত্র আত্মার দান রূপে" (অর্থালঙ্কার দেখুন)

অক্ষর হত্যা করে

এই বাক্যাংশটির অর্থ পুরাতন নিয়মের ব্যবস্থাকে নির্ভুল ভাবে মান্য করার চেষ্টা করা এবং তা করতে ব্যর্থ হওয়া আত্মিক মৃত্যুর পথে চালিত করবে| (নরত্ব আরোপ দেখুন)