Door43-Catalog_bn_tn/2CO/03/01.md

3.3 KiB

আমরা কি নিজেদের প্রসংসা করা পুনরায় শুরু করছি?

পৌল এখানে এই কথাটি এটি প্রকাশ করতে বলেন যে তারা তাদেরকে তাদের নিজেদের তুলনার বেশী উত্তম দেখানোর চেষ্টা করছেন না৷ (অলঙ্কারধর্মী প্রশ্নাবলী দেখুন)

অন্য কিছু লোকেদের মত, তোমাদের প্রতি বা তোমাদের থেকে আমাদের কোনো সুপারিশ পত্রের প্রয়োজন নেই৷ তাই নয় কি?

পৌল এই কথাটি এটি প্রকাশ করতে বলেন যে করিন্থীয়েরা পৌল ও তিমথীর সুখ্যাতির ব্যাপারে ইতিমধ্যেই অবগত আছে| (অলঙ্কারধর্মী প্রশ্নাবলী দেখুন)

সুপারিশ পত্র

করিন্থীয় মন্ডলীর মানুষদের প্রতি পৌল ও তিমথিয়ের প্রেমকে একটি সুপারিশ পত্রের সাথে তুলনা করা হয়েছে যেটি মন্ডলীকে দেখায় যে পৌল ও তিমথীকে ভরসা করা যায়| (রূপক দেখুন)

তোমরা খ্রীষ্টের একটি পত্র, যা আমরা পৌছে দিয়েছি, যা মানুষের হৃদয় পটে জীবন্ত ঈশ্বরের আত্মার দ্বারা লিখিত

পৌল বলছেন যে করিন্থের মন্ডলীর মানুষেরা একটি পত্রের মত যা তাদের উদাহরণের এবং কিভাবে খ্রীষ্টের বাক্য, যা পৌল ও তিমথী তাদের কাছে প্রচার করেছিলেন তার এমন ক্ষমতা ছিল যে তা, পবিত্র আত্মার মাধ্যমে, তারা যেরকম মানুষ তাদের পরিবর্তন করেছিল সে সম্পর্কে বলে| (রূপক দেখুন)

কোনো পাথরের টুকরোর উপর নয়, কিন্তু মানুষের হৃদয় ফলকের উপর

"পাথর' শব্দটি এমন কিছুকে বোঝায় যা পরিবর্তিত হয়না| "মানুষের হৃদয়" এই বাক্যাংশটি ব্যবহার করা হয়েছে কারণ সেগুলি কোমল এবং তা একজন ব্যক্তির পরিবর্তিত হবার সক্ষমতাকে দর্শায়| (বাগধারা দেখুন)

ফলক

এইগুলি পাথর বা মাটির চ্যাপ্টা টুকরো যা লেখার কাজে ব্যবহূত হত|