Door43-Catalog_bn_tn/2CO/01/23.md

915 B

আমি ঈশ্বরকে আমার সাক্ষ্য বহন করার অনুরোধ করি

"সাক্ষ্য বহন" এই বাক্যাংশটির দ্বারা সেই ব্যক্তিকে দর্শায় যে, কোনো একটি বিবাদ মেটাতে যা দেখেছে বা শুনেছে তা বলে| " আমি যা বলি তা সত্য বলি এটা দেখাতে ঈশ্বরকে অনুরোধ করি"

তোমাদের বিশ্বাসে দাঁড়িয়ে থাক

" দাঁড়ানো" এই শব্দটি এমন কিছুকে বোঝাতে পারে যা পরিবর্তিত হয় না| AT: " তোমাদের বিশ্বাসে দৃঢ় থাক" (বাগধারা দেখুন)