Door43-Catalog_bn_tn/2CO/01/01.md

1.3 KiB

পৌল

" আমি, পৌল, এই চিঠি লিখেছি"|

ভাই

নতুন নিয়মে, প্রেরিতেরা প্রায়শই "ভাই" কথাটি অন্য খ্রীষ্ট বিশ্বাসীদের বোঝাতে ব্যবহার করেছেন, যেহেতু খ্রীষ্টে বিশ্বাসী সমস্ত মানুষেরা একই আত্মিক পরিবারের সদস্য, এবং ঈশ্বর তাদের স্বর্গস্থ পিতা|

আখায়া

ইহা আধুনিক গ্রীসের দক্ষিণ অংশের একটি রোমীয় প্রদেশের নাম| (নাম অনুবাদ দেখুন)

তোমাদের প্রতি অনুগ্রহ এবং শান্তি

"তোমাদের" শব্দটি দ্বারা করিন্থের মন্ডলীর মানুষদের এবং ঐ অঞ্চলের অন্যান্য খ্রীষ্ট বিশ্বাসীদের বোঝানো হচ্ছে| ইহা পৌলের একটি সাধারণ সম্ভাষন যা তিনি তার চিঠিতে ব্যবহার করেছেন৷