Door43-Catalog_bn_tn/1TI/06/11.md

2.3 KiB
Raw Permalink Blame History

ঈশ্বরের লোক

"ঈশ্বরের দাস" বা, "যে ব্যক্তি ঈশ্বরের অধিকারভুক্ত৷"

এই সব থেকে পালিয়ে যাও

"এই সমস্ত জিনিস যা তোমার ক্ষতি করতে পারে বলে মনে কর" (দেখুন: রূপক অর্থ) এই সমস্ত জিনিসের সম্ভবতঃ অর্থগুলি হোল

১) "টাকা

পয়সার প্রতি ভালবাসা" (UDB); ২) বিভিন্ন ধরনের শিক্ষা, অহংকার ও ৬:৩

পদে তর্কবিতর্ক এবং "টাকা

পয়সার প্রতি ভালবাসা৷"

অনুসরণ কর

"পেছনে দৌড়ানো," বা, অনুধাবন করা। "কোন কিছু করার জন্য যথাসাধ্য চেষ্টা করা।

.....উত্তম যুদ্ধে প্রাণপন চেষ্টা কর.....জীবন ধরে রাখ

অনেকেই এই শাস্ত্রের অংশটিকে রূপক অর্থ বলে মনে করেন, যেখানে একজন প্রতিযোগী ক্রিয়া প্রতিযোগিতায় পুরুস্কার পাওয়ার জন্য যুদ্ধ করেন। (দেখুন: রূপক অর্থ)

অনন্ত...... ধরে রাখ

অনেকে মনে করে এই রূপক অর্থটি অন্যভাবে, উত্তম যুদ্ধ কর এই উক্তিটিকে বোঝায়: "........জীবন পাওয়ার জন্য তুমি সমস্ত কিছু কর৷ (দেখুন: রূপক অর্থ)

সাক্ষ্য দিয়েছিলেন

"প্রমাণ দিয়েছিলেন" বা, সাক্ষ্য দিয়ে প্রমাণ দিয়েছিলেন।

সম্মুখে বা সামনে

"উপস্থিতিতে"

যা কিছু ভাল সেই প্রসঙ্গে

"যা কিছু তুমি বিশ্বাস কর সেই বিষয়ে।