Door43-Catalog_bn_tn/1TI/05/23.md

4.0 KiB

(এটি স্পষ্ট নয় কারণ কি করে ২৩ পদ ২২ পদ সঙ্গে মানানসই হতে পারে এবং ২৪ ও ২৫ পদের মধ্য৷ সাধারণ অর্থে এটি একটি অপ্রাসঙ্গিক বিষয় হতে পারে যা পৌল ভুলে যাওয়ার পূর্বে উল্লেখ করতে চান৷ আর যদি এর কোন সম্পর্ক থাকে, তবে এটি হয়ত একধরনের কথা বলার ছন্দ যে "পবিত্রতার" মাধ্যমে, পূর্ববর্তী পদে পৌল আচার ব্যবহারের বিষয় বলছিলেন, খাদ্যর বিস্ধয়ে নয়৷ )

তুমি এখন থেকে আর জল পান কর না

বা, "তুমি শুধু জল পান করা বন্ধ কর," যে ব্যক্তি শুধুই জল পান করেন (UDB)৷ পৌল জল পান করতে বারণ করছেন না৷ তিনি তীমথিকে আঙ্গুরের রসকে ওষুধ হিসাবে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন৷

(পৌল ২৪ পদে সেই একই বিষয় নিয়ে আলোচনা করছেন যা তিনি ২২ পদে বলছিলেন৷ এখানে কোন কোন লোকের পাপ বলতে সধারণত সেই সমস্ত লোকের উপর দ্রুত হাত রাখার মাধ্যমে যে পাপ হবে তার কথা বোঝানো হচ্ছে [২২ পদ]৷ )

তারা তাদের পূর্বেই বিচারে দায়ে পড়বে

"তাদের পাপ প্রকাশের পূর্বেই তারা বিচারের দায়ে পড়বে৷" এর সম্ভবতঃ অর্থগুলি হোল

১) তাদের পাপই প্রকাশ করে যে তারা কেমন এবং মণ্ডলী বিচার করবে যে সেই ব্যক্তি একজন নেতা হওয়ার যোগ্য কিনা৷ বা, ২) তাদের পাপই প্রকাশ করে যে তারা কি ধরনের মানুষ এবং এটি মণ্ডলীর সময় যে তাঁরা সেই ব্যক্তির বিচার করবে সে দোষী কি না৷ বা, ৩) তাদের পাপ প্রকাশিত হয়েছে এবং এখন ঈশ্বর তাদের বিচার করবেন৷

কিছু পরে অনুসরণ করবে

"কিন্তু পরে কিছু পাপ সেই সমস্ত ব্যক্তিকে অনুসরণ করবে৷" এর সম্ভবতঃ অর্থগুলি হোল

১) এমন কিছু পাপ আছে যাদের বিষয় তীমথি ততক্ষণ জানতে পারবে না যতক্ষণ না তা পরবর্তী সময়ে প্রকাশিত হয়৷ বা, ২) এমন কিছু পাপ আছে যাদের বিষয় মণ্ডলী ততক্ষণ জানতে পারবে না যতক্ষণ না তা পরবর্তী সময়ে প্রকাশিত হয়৷ বা, ৩) এমন কিছু পাপ আছে যা ঈশ্বর এখন বিচার করবেন না কিন্তু পরে এর শেষ বিচার করবেন৷

এমনকি অন্য বিষয়গুলি গোপন করা যাবে না

"ভবিষ্যতে অন্যান্য ভাল কাজের বিষয়ে জানা যাবে৷"