Door43-Catalog_bn_tn/1TI/05/17.md

1.6 KiB

যোগ্য বলে মনে কর

"তোমার সমস্ত বিশ্বাসীরা অবশ্যই.... যোগ্য বলে মনে করবে৷"

দ্বিগুন সম্মান

সম্ভবতঃ অর্থগুলি হোল

১) "দুই ধরনের সম্মান: সম্মান এবং পারিশ্রমিক," বা, ২) অন্যর থেকেও বেশি সম্মান দেওয়া৷"

যারা বাক্য ও শিক্ষাদানে কাজ করেন

"যারা ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দেয়৷"

মুখ জালতি দিয়ে বন্ধ করা

একধরনের জাল যা পশুর মুখ বন্ধ করার জন্য পরানো হয়৷"

ষাঁড়

গরুর মত বৃহৎ ও শক্তিশালী প্রাণী৷

শস্যদানা মাড়ানো

কাটা শস্যদানার উপর পায়ে দলিত করে অথবা তার উপর দিয়ে কোনো ভারী বস্তু টেনে নিয়ে গিয়ে শস্য থেকে বীজকে আলাদা করে খাবারের উপযোগী করে তোলে৷ বলদের কাজের পরিশ্রম সরূপ তাকেও কিছুটা শস্য খেতে দেওয়া উচিত৷

তার যোগ্য

"প্রাপ্য৷"