Door43-Catalog_bn_tn/1TI/05/11.md

2.3 KiB

কিন্তু যুবতী বিধবাদের, তালিকায় নথিভুক্ত কর না

"কিন্তু যুবতী বিধবাদের তালিকায় যুক্ত কর না৷" এই তালিকা ছিল ষাট বছর বা তার থেকে বেশী বয়সের বিধবাদের যাদের মণ্ডলী সাহায্য করতে যাচ্ছিল৷

খ্রীষ্টের বিরুদ্ধে দৈহিক বাসনার মাধ্যমে পরাজিত হবে

"তাঁদের যৌন বাসনার জন্য খ্রীষ্টের প্রতি মনোযোগ কমে যাবে৷" বা, "ভোগ বিলাসের জন্য আত্মিক প্রতিশ্রুতি থেকে হাল ছেড়ে দেবে৷

তাঁদের পূর্ববর্তী প্রতিশ্রুতি বাতিল কর

"তাঁদের আগের প্রতিশ্রুতি রেখ না," বা, "তাঁরা পূর্বে যা করার জন্য প্রতিজ্ঞা করেছিল তা কর না৷"

প্রতিশ্রুতি

বিধবারা প্রতিজ্ঞা করেছিল যে তাঁদের সমস্ত জীবন দিয়ে তাঁরা মণ্ডলীর সেবা করবে যদি মণ্ডলী তাঁদের সমস্ত প্রয়োজনের যোগান দেয়৷

পরচর্চা

এরা সেই ধরনের মানুষ যারা লোকের কাছে অন্য লোকের ব্যক্তিগত জীবন সম্পর্কে পরচর্চা করে৷

অনাধিকারচর্চাকারিণী

"অনাধিকারচর্চাকারী"৷ কিছু লোক আছে যারা অন্যর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে৷

তাঁরা যেন এই বিষয় না বলে

"এই বিষয়গুলি যা এমনকি উল্লেখযোগ্য নয়৷"