Door43-Catalog_bn_tn/1TI/05/07.md

3.0 KiB

এই বিষয়গুলি প্রচার কর

"এই বিষয়গুলিও আদেশ কর," বা, একইসঙ্গে, এই বিষয়গুলি ক্ষমতার সঙ্গে শিক্ষা দাও," তীমথি নিজেও পৌলের কথার বাধ্য হতেন এবং একইসঙ্গে অন্যকেও পৌলের কথার বাধ্য হতে বলতেন৷

যেন তাঁরা তিরস্কারের থেকে দূরে থাকে

"যেন কেউ তাঁদের দোষ খুঁজে না পায়," "তাঁদের" কথাটির সম্ভবতঃ অর্থ: ১) এই বিধবারা এবং তাঁদের পরিবার" (UDB) বা, ২) "মণ্ডলী৷" তবে এটা বেশী ভাল হবে যদি, যেমন উল্লেখ করা হয়েছে "তাঁদের" এই বিষয়টিকে তেমন রেখে দেওয়া৷

তাঁর নিজস্ব আত্মীয়দের যোগান দেয় না

"তাঁর পরিজনদের প্রয়োজনের যোগান দেয় না,"বা, "তাঁর নিজস্ব পরিজনদের প্রয়োজনে সাহায্য করে না,"

তাঁর নিজস্ব পরিজনদের জন্য

"তাঁর পরিবারের সমস্ত সদস্যদের জন্য," বা, "যারা তাঁর বাড়িতে বসবাস করে তাদের জন্য,"

তাঁর নিজস্ব পরিবারবর্গের জন্য

"তাঁর পরিবারের জন্য," বা, "যে পরিবার তাঁর বাড়িতে বসবাস করে তাদের জন্য,"

সে বিশ্বাসকে অস্বীকার করেছে

"সে কাজ করা সত্বেও সে তাঁর বিশ্বাসকে অস্বীকার করেছে," বা, "আমরা যা বিশ্বাস করি তার বিপরীতে সে কাজ করেছে," বা, "সে তাঁর বিশ্বাস থেকে ঘুরে দাড়িয়েছে,"

....একজন অবিশ্বাসীর থেকেও মন্দ

"....যারা যীশুতে বিশ্বাস করে না তাদের থেকেও খারাপ," বা, ".যারা যীশুতে বিশ্বাস করে না তারা তাঁর থেকে ভালো....," এমনকি যারা যীশুতে বিশ্বাস করে না তারা যদি তাদের পরিবারের যত্ন করে; তবে বিশ্বাসীদের আরো কত বেশী করা উচিত!