Door43-Catalog_bn_tn/1TI/05/05.md

1.3 KiB

কিন্তু একজন প্রকৃত বিধবা যিনি পরিতক্ত

"কিন্তু যে প্রকৃত বিধবা তাঁর কোন পরিবার নেই,"

তিনি সবসময় তাঁর সামনে অনুরোধ ও প্রার্থনার সঙ্গে অপেক্ষা করেন

"তিনি ধৈর্য্যসহকারে অনুরোধ ও প্রার্থনার সঙ্গে ঈশ্বরের জন্য অপেক্ষা করেন,"

যা হোক

"কিন্তু"

বিলাসপ্রিয় মহিলা

"যে মহিলা তাঁর ভোগবিলাসের জন্য জীবনযাপন করেন,"

মৃত

এই রূপক কথাটির অর্থ হল যে, সেই মহিলা ঈশ্বরের প্রতি সাড়া দিতে অক্ষম, এটিকে এইভাবেও অনুবাদ করা যেতে পারে, "একজন মৃত ব্যক্তির মত, সে ঈশ্বরকে সাড়া দিতে পারে না," (দেখুন: রূপক অর্থ)

জীবিত

এটি শারীরিক জীবনকে নির্দেশ করে৷