Door43-Catalog_bn_tn/1TI/04/06.md

3.1 KiB
Raw Permalink Blame History

এই বিষয়গুলি সামনে রাখা হয়েছে

"এই চিন্তাগুলি বিশ্বাসীদের মনে রাখা হয়েছে ৷" বা, "এই বাক্যগুলি মনে করানোর জন্য বিশ্বাসীদের সাহায্য করা৷" চিন্তাগুলি এবং বাক্যগুলি বলতে সমস্ত শিক্ষা যা :৫ পদে উল্লেখ করা আছে৷

পরিপুষ্ট

"প্রশিক্ষণপ্রাপ্ত" (UDB)৷ ঈশ্বর তীমথিকে শক্তিশালী করছিলেন এবং যা ঈশ্বরকে সন্তুষ্ট করে সেই বিষয়ে তীমথিকে শিক্ষা দিচ্ছিলেন৷

বিশ্বাসের বাক্য

"যে বাক্য মানুষকে বিশ্বাস করতে সাহায্য করে৷"

রূপকথার গল্প যা বৃদ্ধ মহিলাদের প্রিয়

"জাগতিক এবং বৃদ্ধ মহিলার রূপকথা৷" রূপক অর্থে যে শব্দ গল্পের জন্য ব্যবহার করা হয়েছে সেই একই শব্দ "কাল্পনিক কাহিনীর" জন্যও ব্যবহার করা হয়েছে৷ পৌল যখন বৃদ্ধ মহিলাদের বিষয় বলছেন তখন তিনি মহিলাদের উদ্দেশ্যমূলক ভাবে অপমান করছেন না৷ কিন্তু তার পরিবর্তে তিনি ও তাঁর পাঠকেরা জানেন যে, পুরুষেরা মহিলাদের থেকে অল্প বয়সেই মারা যেত, সুতারাং সেখানে পুরষদের থেকে মহিলারা বেশি ছিলেন, যাদের মন দুর্বল হয়ে পরেছিল তাঁদের বৃদ্ধ বয়সের জন্য৷

ধার্মিকতায় নিজেকে প্রশিক্ষণ দাও

"আরো বেশী ধার্মিক হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষণ দাও৷" বা, "কাজ করার জন্য নিজেকে প্রশিক্ষণ দাও যা ঈশ্বরকে সন্তুষ্ট করবে৷" বা, "আরো বেশী ধার্মিক হওয়ার জন্য কঠোর পরিশ্রম কর৷"

দৈহিক প্রশিক্ষণ

"শারীরিক ব্যায়াম৷"

এই জীবনের জন্য প্রতিজ্ঞাগুলি ধর

"এই জীবনের জন্য এটি উপকারী৷" বা, "এই জীবনকে আরো ভালো করতে সাহায্য করে৷"