Door43-Catalog_bn_tn/1TI/03/16.md

1.7 KiB

এবং একসঙ্গে আমরা সহমত

"সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে" বা, এবং কোন সন্দেহ ছাড়া৷" সম্ভবতঃ এটি একধরনের গান, কবিতা বা বিশ্বাস যা প্রথম শতাব্দির মণ্ডলী ব্যবহার করত গুরুত্বপূর্ণ শিখাগুলি তালিকাভুক্ত করত যা সমস্ত বিশ্বাসীরা পোষণ করত৷

দেহে

"একজন প্রকৃত মানুষ হিসাবে"

ধার্মিকতার প্রকাশিত সত্য মহান

"যে সত্য ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন, যে কি করে ধার্মিক জীবনযাপন করা যায় তা মহান৷"

আত্মায় ধার্মিক গণিত হলেন

"যীশু নিজের বিষয়ে যা বলে দাবি করেছেন সে বিষয়ে পবিত্র আত্মা সুনিশ্চিত করেছেন৷"

সমস্ত জাতির মধ্য প্রচারিত হয়েছেন

"অন্যান্য জাতির লোকেরা অন্যকেও যীশুর সমন্ধে বলেছে৷"

জগতের অনেকেই বিশ্বাস করেছিল

"পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা যীশুতে বিশ্বাস করেছিল৷"