Door43-Catalog_bn_tn/1TI/03/08.md

2.7 KiB

একইভাবে পরিচারকও (ডিকন)

"তত্ত্বাবধায়কদের প্রয়োজনীয় বিষয়, একইভাবে পরিচারকেরও পালন করার কিছু বিষয় আছে৷"

অবশ্যই সন্মানিত হবেন

"অবশ্যই সম্মানের যোগ্য হন৷"

দুই ধরনের কথা বলবেন না

বলবেন এক কথা কিন্তু বোঝাবে অন্য বিষয়ে তা বলবেন না" বা, একজনকে এককথা এবং আর একজনকে তার বিপরীত কথা বলবেন না৷"

খুব বেশী মদ পান করবেন না

"বেশী মদের নেশা থাকবে না", বা, মদের প্রতি বেশী অনুরক্ত নন৷"

লোভী নন

"অসৎ উপায়ে লাভ করার আশা করেন না৷"

তারা যেন অবশ্যই বিশ্বাসের প্রকাশিত সত্যকে রাখে

"তারা যেন অবশ্যই, সত্য সংবাদ যা ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন এবং যা আমরা বিশ্বাস করি তাতে যেন অবিরত বিশ্বাস করে৷" এটি একটি সত্য বিষয়কে নির্দেশ করে যার উপস্থিতি কিছু সময়ের জন্য ছিল কিন্তু এই মুহূর্তে ঈশ্বর তা তাদের দেখাচ্ছিলেন৷

পরিস্কার বিবেকের সঙ্গে

"এমন একটি বিবেক যা জানে যে, তারা কোন ভুল কাজ করেনি।"

প্রথমে তারা অবশ্যই গ্রহণযোগ্য হবেন

"তাঁদের অবশ্যই যাচাই করা হবে যে তাঁরা সেবার জন্য যোগ্য কি না", বা, "তাঁরা প্রথমে অবশ্যই নিজেদের প্রমাণ করবে",

কারণ তাঁরা অনিন্দেনীয়

"যদি কেউ তাঁদের মধ্যে মন্দ কিছু খুঁজে না পায়" বা, "যেহেতু তাঁরা নির্দোষ" বা, "যেহেতু তাঁরা কিছুই মন্দ কাজ করেন নি।"